
[Verse 1] এ জীবন একলা শুধু তোমারই আশাতে থাকব ভরব তোমাতেই আমি একলা ভিড়ের মাঝখানে তবু ডাকছি বারবার তোমার নামেই [Chorus] এ জীবন একলা শুধু তোমারই আশাতে থাকব শুধু তোমারই তুমি যদি বলো আমায় রাখবে আমি হবো চুপচাপ শুধু তোমারই (ওহ্) [Verse 2] এ মন চায় তোমাকে কাছেতে থাকব একলা তোমার ছায়াতেই চাই শুধু তোমাকে চাই এই তো তুমি থাকবে আমারই চিরদিন হোক যতই দেরি [Chorus] এ জীবন একলা শুধু তোমারই আশাতে থাকব শুধু তোমারই তুমি যদি বলো আমায় রাখবে আমি হবো চুপচাপ শুধু তোমারই [Bridge] এ মন অসহায় তোমার দরজাতে অসহায় আমি ডুবে প্রার্থনায় শুধু তোমারই জন্যই বাঁচি আমি হারিয়ে গেলেও ফিরি তোমারই ছায়ায় [Chorus] এ জীবন একলা শুধু তোমারই আশাতে থাকব শুধু তোমারই তুমি যদি থাকো আমি থাকব এই একলা পথে চিরকাল তোমারই

Gere vídeos musicais com IA impressionantes com sincronização labial perfeita em segundos. Não é necessário cartão de crédito—comece a criar agora.